
আরমান হোসাইন, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার চিলমারীতে সাহিত্য চর্চার অনন্য এক প্রতীক পানকৌড়ি সাহিত্য অঙ্গন প্রাচীন বন্দর নগরী চিলমারী বাংলাদেশ। পানকৌড়ি র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাহিত্য প্রেমীদের কবিতা আবৃত্তি ও কবিতা লেখার শুভ উদ্বোধন করা হয়।
আজ ০২ মার্চ শনিবার চিলমারী উপজেলা হল রুমে উক্ত অনুষ্ঠানে সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক, সাপ্তাহিক যুগের খবর প্রকাশক ও সম্পাদক (সাংবাদিক) এস এম নুরুল আমিন সরকার, পানকৌড়ি র সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আহসান সরদার, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রিয়াদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আরমান হোসাইন অনিক, দপ্তর সম্পাদক নুর আমিন সরকার প্রমুখ।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় কবিতা আবৃতি ও লেখার অভিনব কৌশল ও সাহিত্য চর্চার বিকাশ। এতে উদফুল্য অভিভাবক ও দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সাহিত্য প্রেমীরা। পানকৌড়ি সাহিত্য অঙ্গনের মহৎ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পানকৌড়ি র পাশে থাকার আশ্বাস দেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার।
আজকের উদ্বোধনী ক্লাসে দূর-দদরান্ত থেকে আসা অভিভাবকরাও বেশ অপ্লুত এমন প্লাটফর্ম তৈরী করবে আগারী সম্ভাবনা এমবটায় মনে করেন তারা।সাহিত্য চর্চার মাধ্যমে এগিয়ে যাবে আজকের প্রজন্ম তাই সাহিত্য অনুরাগীদের জন্য প্রতি শুক্রবার ও শনিবার ফ্রি সাহিত্য চর্চার বিশেষ ক্লাসে সকলে আসার আহ্বান জান পানকৌড়ির প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা পারভেজ।