আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটিয়া পৌরসভার আয়োজনে মোতাহেরুল ইসলাম এমপিকে সংবর্ধনা

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া পৌরসভার পক্ষ হতে ১৭ জানুয়ারি বুধবার পৌরসভার মাঠে পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে লালগালিচার সংবর্ধনা দেওয়া হয়।

 

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌর কাউন্সিলর ও প্রতি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে ও মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে ক্রেষ্ট ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধিত সভায় এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, এই বিজয় আমার একক নই, এই বিজয় সকল পটিয়া বাসীর। এই বিজয় আওয়ামীলীগের নৌকার শেক হাসিনা।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়ে পটিয়া বাসীর সেবা করার সুযোগ দিয়েছেন আমি এই সুযোগ কাজে লাগিয়ে সকলের সম্মলিত প্রচেষ্টায় পটিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করব।

 

এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুজাম্মেল হক, অধ্যক্ষ আবদুল আলিম, বীর মুক্তিযোদ্ধা শামসুউদ্দীন আহমেদ, আকম শামসুর জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুর রহমান, আলমগীর আলম, এম এন এ নাছির, পৌর কাউন্সিলরদের মধ্যে গোফরান রানা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ