
দেশচিন্তা প্রতিবেদক : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী দীর্ঘ আড়াই বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এই সংসদ সদস্যকে মুক্তি দেওয়া হয়। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
২০২১ সালের ১৫ মে ঈদুল ফিতরের আগের রাতে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকার নিজবাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন শাহজাহান চৌধুরী।
এরপর বিভিন্ন সময়ে জামিনে বের হওয়ার চেষ্টা করলেও জেল গেট থেকে তাঁকে ফের গ্রেপ্তার করার অভিযোগ করেছিল জামায়াত।
পড়েছেনঃ ১৫০