আজ : বুধবার ║ ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া আমিলাইশ শিশু-কিশোর আসরের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতকানিয়া সংবাদদাতা : সারাদেশে তাপমাত্রার অবনতি ও শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। তীব্র শীতের হাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে আগাম প্রস্তুতি দরকার। আমিলাইশ শিশু কিশোর আসর একটি আদর্শবান, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী সামাজিক সংগঠন।

 

প্রতিষ্ঠালগ্ন থেকেই আমিলাইশ শিশু কিশোর আসর আমিলাইশ ইউনিয়নের সকল ও জাতির যে কোনো ক্রান্তিকালে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এখনো করছে এবং আগামী দিনেও তারা এই কল্যাণমুখী তৎপরতা অব্যাহত রাখবে- ইনশাআল্লাহ।

 

প্রতিধ্বনি শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক চেয়ারম্যান তারেক হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।

আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর আসরের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, ডা. আয়ূব, মনসুর, তৌহিদ, ইউনুস, মোজাম্মেল হক চৌধুরী, আরিফ, আনোয়ার, সাজ্জাদ, ফয়জুল কবির, ফরহাদ, রহমত উল্লাহ, ফয়েজ, নাচির, শহিদ, তায়েব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

তারেক হোসাইন আরো বলেন, আমিলাইশ ইউনিয়নে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আমিলাইশ শিশু কিশোর আসর। এই জনপদের অধিবাসীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, নারীর নায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার উন্নয়ন, জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও চর্চায় উদ্বুদ্ধকরনের প্রত্যয়ে জনসাধারণকে সাথে নিয়ে কাজ করছে।

তিনি ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত আমিলাইশ ইউনিয়ন গড়তে আগামী দিনে সৎ ও যোগ্য ব্যাক্তিকে নেতৃত্বের জন্য বেছে নেওয়ার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ