
চট্টগ্রাম ব্যুরো : নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি অনুমোদিত চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আলী আকবর এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী, সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো ওসমান গনিসহ নগর কমিটির সকল নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচছা জানান।
পড়েছেনঃ ২৪২