
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজে পিছিয়ে পড়াদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বি এম সাবাব ফাউন্ডেশন ।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ বি এম সাবাব।অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, ঈদ মানে আনন্দ, আর সে আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যে রয়েছে প্রকৃত তৃপ্তি। আমাদের উচিৎ সমাজের সবার সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়া। আমাদের ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশসংসার দাবি রাখে।
উল্লেখ্য, মানবতার কল্যাণে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় বি এম সাবাব ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সামাজিক সংগঠনটি বিভিন্ন সময়ে সহায়তার হাত বাড়িয়ে মানুষের কল্যাণে কাজ করে চলেছে। যার মধ্যে সমাজে পিছিয়ে পড়াদের স্বাস্থ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও খাদ্য সহায়তা উল্লেখযোগ্য।
পড়েছেনঃ ৩১৭