আজ : মঙ্গলবার ║ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের মিরসরাই ১০ ইউনিয়নে ভোট ছাড়াই চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের প্রার্থী

মিরসরাই সংবাদদাতা: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় একজন চেয়ারম্যান প্রার্থীসহ ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ২১ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা ছয়।

যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ৫৯৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সমর্থনকারীর স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সাধারণ সদস্য পদে চার জন ও সংরক্ষতি সদস্য পদে একজনের মনোনয়ন বাতিল করা হয়।

চেয়ারম্যান পদে ৯টি ইউনিয়নে একক প্রার্থী হিসেবে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এছাড়া ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিনের মনোনয়ন বাতিল হওয়ায় ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. রেজাউল করিমও বিনা ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে চেয়ারম্যান পদে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. এনায়েত হোসেন, ৪ নম্বর ধুম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মফিজুল হক, ৬ নম্বর ইছাখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. মোস্তফা, ৭ নম্বর কাটাছরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর হোসাইন, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত কামরুল হায়দার চৌধুরী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

অন্য ইউনিয়নগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে ‘বিদ্রোহী প্রার্থী’ হয়েছেন ১০ জন। এছাড়া ইউনিয়নগুলোতে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত দুই জন প্রার্থীও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়ন প্রত্যাহারে দলীয় চাপ উপেক্ষা করে নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যেতে চান বিদ্রোহী প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ১ নম্বর করেরহাট ইউনিয়ন, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন ও ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের সময় চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ৫৯৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সমর্থনকারীর স্বাক্ষর জাল করার লিখিত অভিযোগ পাওয়ায় ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। এছাড়া সাধারণ সদস্য পদে চার জন ও সংরক্ষতি সদস্য পদে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা মনোনয়ন বাতিল বা গ্রহণ না হওয়ার বিপরীতে আপিল করতে পারবেন ২৪ অক্টোবর পর্যন্ত। ২৫ অক্টোবরের মধ্যে আপিল নিষ্পত্তি করার নির্দেশনা রয়েছে। ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ