
থানচি প্রতিনিধি: বান্দরবনের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাতর এলাকায় গতকাল সাঙ্গু নদিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ব্রাম্মনবাড়িয়া থেকে বেড়াতে আসা ফজলে এলাহি ফয়সালে (২৬) এর মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি থানচি থানা পুলিশ।
গতকাল নিখোঁজের পর থেকে স্থানীয়, বিজিবি পুলিশ যৌথভাবে উদ্ধার চেষ্টা চালিয়ে যায় তার ফলশ্রুতিতে একদিন পর নিখোঁজ ফয়সালের মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় দশফুট দুরে ভেসে উঠলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তা বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করে।
এই বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় থেকে জানতে চাইলে তিনি দেশচিন্তাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন আইনী পক্রিয়া শেষ করে পরিবারের কাছে মৃতদেহ তুলে দেওয়া হবে।
পড়েছেনঃ ৪২৬