আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় চোরের রডের আঘাতে যুবকের মৃত্যু

 

সাতকানিয়া সংবাদদাতা:

মোটর সাইকেল চোরকে ধরার সময় চোরের রডের আঘাতে নিহত হয়েছেন শফিকুল ইসলাম মিয়া (৩৭) নামের এক যুবক। শনিবার ২৪ অক্টোবর ভোরে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীহাট-বান্দরবান সড়কের সত্যপীরের দরগা নামক স্থানে এবি কনভেনশন সেন্টার এর মালিকের ভাতিজার মোটরসাইকেল সঙ্গবদ্ধ চোরেরা কেরানীহাট এর দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় লোকজন টের পেয়ে চোরের দলকে ধাওয়া করে ২ জনকে আটক করে।

এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা কালে পেছন থেকে সঙ্ঘবদ্ধ চোরের দলের অন্য সদস্যরা এসে লোহার রড দিয়ে শফিকুল ইসলামকে সজোরে আঘাত করে। এতে সফিকুল ইসলাম গুরুতর আহত হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। মোটরসাইকেল চুরি ও খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশা করি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ