
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশব্যাপী খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের দৌরাত্ম্য জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সকল সন্ত্রাসী ও খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি মঙ্গলবার বাদে মাগরিব দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীসহ চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে র্যাব কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত খুনীদের এখনো গ্রেফতার না হওয়া প্রশাসনের দুর্বলতা ও নির্লিপ্ততারই প্রমাণ। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে সমাজে অপরাধ আরও উৎসাহিত হবে।
তিনি বলেন, দেশে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অপরিহার্য। কালো টাকা ও ঋণ খেলাপীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হলে নির্বাচন নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন থেকেই যায়। প্রশাসনের ভূমিকা নিয়েও জনগণের মধ্যে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে।
মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ রক্ষায় পরিবর্তন ও সংস্কারের পক্ষে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। পরিবর্তন না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। তাই জুলাই আন্দোলনের অর্জনসমূহ রক্ষায় জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার জন্যও ‘হ্যাঁ’ ভোট দেওয়া সময়ের দাবি।
তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।










