
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি ২০২৬, শনিবার বিকেল ৩টায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, জনাব রকিবুল হোসেন এবং স্থাপত্য বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া স্থাপত্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রিদোয়ানুল হক, জনাব আসিফ চৌধুরী সাদি ও জনাব সাইদুল আবরার।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষভিত্তিক জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার চর্চা করা। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রমাণ করে যে, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু মেধাবীই নয়, তারা মানবিকতাসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠছে। শীতের এই কঠিন সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ, যা আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










