আজ : শুক্রবার ║ ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

দুই দিনের সফরে কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে দুই দিনের সফরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ঘোষিত তফসিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতেই এই সফর।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর সোয়া ১ টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজার এসে পৌঁছান।

বিমানবন্দর থেকে নেমে প্রথমে শহরের নুনিয়ারছড়াস্থ স্থানীয় একটি মসজিদে সালাহউদ্দিন আহমদ, দলীয় নেতাকর্মীরা সহ জুমার নামাজ আদায় করেন। পরে তিনি সদ্য প্রয়াত দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজারের স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে আনসার হোসেনের বাসায় গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর কক্সবাজার-০১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে বিএনপির স্থায়ী কমিটির সালাহউদ্দিন আহমদ পেকুয়ার নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। শনিবার তিনি ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ