
দেশচিন্তা ডেস্ক: রাঙামাটির ফুরোমন পাহাড়ে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা বিভিন্ন সময়ে পর্যটকদের থেকে মোবাইল ছিনতাই ও হেনস্থার প্রতিবাদ এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) আয়োজনে জেলা শহরের কাঁঠালতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরুপা এলাকায় এসে বিক্ষোভ সভায় মিলিত হয়।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, মেঘ ছোঁয়ার নেশায় আসা পর্যটকরা এখানে প্রতিনিয়ত ইউপিডিএফ’র অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে অপদস্থ হচ্ছেন। এমনকি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অপহরণের মতো ঘটনাও ঘটছে বলে জানা গেছে। এতে করে পর্যটকদের স্বপ্নের এই গন্তব্য এখন এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।
বক্তারা আরও বলেন, ফুরোমন পাহাড়কে ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে রেখে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। পাহাড়ে ঘুরতে আসা সাধারণ পর্যটকদের গতিরোধ করে তল্লাশী চালানো, মোবাইল ছিনতাই করা, মোটা অঙ্কের চাঁদা দাবি এবং নারী পর্যটকদের সাথে অশোভন আচরণের মতো ঘটনা এখন নিত্যনৈমিত্তিক। অনেক ক্ষেত্রে পর্যটকরা ভয়ে মুখ না খুললেও ভেতরে ভেতরে ক্ষোভ বাড়ছে জনমনে।
ভুক্তভোগী পর্যটক মো. সুমন বক্তব্যে বলেন, ফুরোমন পাহাড় থেকে পুরো রাঙামাটি শহরকে এক পলকে দেখা যায়। এমন একটি অমিত সম্ভাবনাময় জায়গায় দিনের আলোয় অস্ত্রধারীদের অবাধ বিচরণ করছে যা নিরাপত্তার জন্য হুমকি।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এবং উদীয়মান পর্যটন শিল্পকে রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন। তারা অবিলম্বে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে এসময় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি কাজী জালোয়া, সংগঠনটির যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: নূর হোসেন, রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু, রাঙামাটি ফার্নিচার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর, হিল সার্ভিস রাঙামাটি জেলার প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা, এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড এর সভাপতি সোহেল রানা অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোরে একদল পর্যটক ফুরোমন পাহাড়ে ঘুরতে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা পর্যটকদের কান ধরে উঠবস করিয়েছে এবং তাদের মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। মূলত এই পাহাড়ি এলাকাটি প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ে স্বশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নিয়ন্ত্রণাধীন এলাকা। পর্যটকদের ফুরোমন পাহাড়ে ভ্রমণ না করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে পর্যটকদের বিধিনিষেধ করে আসছে।










