আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জনসেবায় মনোযোগী ও দায়বদ্ধ হতে হবে : চসিক মেয়র

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জনসেবার প্রতি আরও মনোযোগী, দায়িত্বশীল ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, চট্টগ্রামকে ক্লিন-গ্রীন-হেলদি-সেফ সিটি হিসেবে গড়ে তুলতে হলে চসিকের মানবসম্পদকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রোববার (৭ ডিসেম্বর) চসিক কার্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় বিভিন্ন পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭০ জন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন মেয়র এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি উপলব্ধি করেছেন যে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ে তুলতে মেধাবী, দক্ষ ও সৎ কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত প্রয়োজন। সে লক্ষ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও চসিকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়োগে কোনো ধরনের অবৈধ লেনদেন, স্বজনপ্রীতি, তদ্বির কিংবা রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয়নি।

মেয়র জানান, এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ফলে কুড়িগ্রাম, ময়মনসিংহ, পটুয়াখালী, পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগ্য প্রার্থীরা চসিকে চাকরি পাওয়ার সুযোগ পেয়েছেন।

নবনিযুক্তদের উদ্দেশে মেয়র বলেন, আপনারা স্বচ্ছতার মাধ্যমে চাকরিতে এসেছেন। এখন দায়িত্ব পালনের ক্ষেত্রেও একই ধরনের সততা ও নিষ্ঠা দেখাতে হবে।

তিনি বলেন, সরকারি চাকরির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ানুবর্তিতা। সময়মতো অফিসে উপস্থিত না হলে জনসেবা ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে বিভিন্ন এলাকার সমস্যা, পরিষেবা ঘাটতি ও অবকাঠামোগত ত্রুটি চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেন।

এছাড়া তিনি প্রতিটি উন্নয়নকাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক আচরণ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, যারা কর প্রদান করেন এবং সেবার জন্য চসিকে আসেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন ও দ্রুত সেবা নিশ্চিত করা কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ