
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা চক্রের অন্যতম অস্ত্রধারী সহযোগী ইমন হোসেনকে (২২) একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া হাজি রমজান আলীর বাড়ির জামাল কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইমন হোসেন নাটোর জেলার বরাইগ্রাম থানার জামাই দীঘা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়ার ১ম মসজিদ সংলগ্ন ইমাম উদ্দিনের কলোনির ১ নং কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমন হোসেনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ৭ ডিসেম্বর অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, গ্রেপ্তার ইমন হোসেনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে তিনটি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা বিচারাধীন রয়েছে।










