আজ : শনিবার ║ ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপে পড়েছে যে দলগুলো

দেশচিন্তা ডেস্ক: ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে অন্যরকম এক উন্মাদনার ঢেউ। যার উত্তাপ আছড়ে পড়ে এশিয়ার এ অঞ্চলেও। বিশেষত, বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের বড় অংশের ভক্ত-সমর্থকেরা ভাগ হয়ে পড়েন ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে। প্রিয় দলের জার্সি ও পতাকা কেনা থেকে শুরু করে দল বেঁধে বড় পর্দায় খেলা দেখা আর প্রতিপক্ষের সমর্থককে কথার বাণে ঘায়েল করা—প্রস্তুতিতে কী না থাকে বিশ্বকাপ ঘিরে!

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এতদিন ৩২ দেশের বিশ্বকাপ হলেও এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে।

বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক ১৮৮ দিন আগে শুক্রবার (৫ ডিসেম্বর) হয়ে গেল দলগুলোর গ্রুপ ভাগাভাগির ড্র অনুষ্ঠান। যেখানে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর দলগুলোর ড্র অনুষ্ঠিত হয়।

যেখানে ব্রাজিল ‘সি’ ও আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। ‘সি’ গ্রুপে ব্রাজিলকে বড় পরীক্ষায় ফেলতে পারে কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলা মরক্কো। গ্রুপের অন্য দুটি দল স্কটল‍্যান্ড ও হাইতি।

‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী হয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। যেখানে শক্তির বিচারে যথেষ্টই এগিয়ে থাকবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এর আগে ৮টি গ্রুপে ৩২টি দলকে ভাগ করা হতো। তবে আসছে আসরে ৪৮টি দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ