আজ : শুক্রবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোট কেন্দ্রকে শতভাগ সিসিটিভির আওতায় আনতে হবে — নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর পরিবেশবিদ মো. নজরুল ইসলাম বলেছেন, সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রকে ১০০ শতাংশ সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। তিনি বলেন, “ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপ নজরদারির আওতায় থাকা জরুরি। দেশের প্রতিটি সচেতন নাগরিকই স্বচ্ছ নির্বাচনের পক্ষেই কথা বলছেন। অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচন এই জাতিকে শুধু হতাশাই দিয়েছে, তাই আর কেউ সেই পথে ফিরে যেতে চায় না।”

৪ ডিসেম্বর বিকেলে পাঁচলাইশ থানা জামায়াতের উদ্যোগে শুলকবহর ওয়ার্ডের সব কেন্দ্রের পোলিং এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। তারা পুরোনো ব্যবস্থার অচলায়তন ভেঙে নতুন প্রত্যাশার পথে এগোতে চায়। জনগণের এই আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সবার দায়িত্ব হবে শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।

সভায় সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ।

থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, জোন প্রধান ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, ইমরান সিকদার, গিয়াস উদ্দীন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা দায়িত্বশীল, সৎ ও সচেতন পোলিং এজেন্ট গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ