আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোরবেলায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

দেশচিন্তা : বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঘুমের ভেতরই অনেকেই টের পান হালকা কম্পন।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় ভোর ৬টা ১৫ মিনিটে হওয়া ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা মাপা হয় ৩০ কিলোমিটার।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে নরসিংদী অঞ্চলে বিরতি দিয়ে কয়েক দফা ছোট ছোট কম্পন দেখা যাচ্ছে, যার প্রভাব ঢাকাসহ আশপাশের এলাকাতেও অনুভূত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক মৃদু কম্পন ভূ-পৃষ্ঠের চাপ সঞ্চিত হওয়ার ইঙ্গিত দিতে পারে। তাই ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার ও জরুরি প্রস্তুতি জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ