
দেশচিন্তা : বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঘুমের ভেতরই অনেকেই টের পান হালকা কম্পন।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় ভোর ৬টা ১৫ মিনিটে হওয়া ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা মাপা হয় ৩০ কিলোমিটার।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে নরসিংদী অঞ্চলে বিরতি দিয়ে কয়েক দফা ছোট ছোট কম্পন দেখা যাচ্ছে, যার প্রভাব ঢাকাসহ আশপাশের এলাকাতেও অনুভূত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক মৃদু কম্পন ভূ-পৃষ্ঠের চাপ সঞ্চিত হওয়ার ইঙ্গিত দিতে পারে। তাই ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার ও জরুরি প্রস্তুতি জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.