আজ : রবিবার ║ ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

দেশচিন্তা ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেন তিনি।

দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। এই সময়ে একে অন্যকে জানার চেষ্টা করেছেন। এরপর শুরু হয় প্রেমের সম্পর্ক। দেড় মাস প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ে প্রসঙ্গে মম সংবামাধ্যমে বলেন, রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করলেও তার আগে টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম। এছাড়া সিনেমাতেও কাজ করেছেন তিনি।

মম অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাগজ’। তবে এর আগে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ সিনেমায় তিনি অভিনয় করেন। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত।

বর্তমানে দেশের দুটি টেলিভিশন চ্যানেলে তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে মমর। অন্যদিকে রাফায়েল আহসান ‘নয়ছয়’ সিনেমা নির্মাণসহ ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’র মতো নাটক প্রযোজনা করেছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ