আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এক ইলিশের দাম ১২ হাজার টাকা

দেশচিন্তা ডেস্ক: বরগুনার তালতলীর পায়রা নদীতে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে ১২ হাজার টাকা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তালতলী উপজেলার নকরী জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলী মৎস্য বন্দরে নিয়ে গেলে ৯ হাজার ৫০০ টাকায় মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার মাছটি ক্রয় করে। পরে মাছটি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে তালতলী মাছ বাজারের ব্যবসায়ী মো. আল-আমীন জানান, দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি খোলা ডাকে তিনি ১০ হাজার টাকায় আড়ৎ থেকে কিনে নেন।

এ মাছটি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠনো হয়েছে বলে জানান ব্যবসায়ী মো. আল-আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ