
দেশচিন্তা ডেস্ক: বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা-অস্থিরতার শঙ্কা নেই। তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, এবার আগের চেয়ে অনেক বেশি হবে কর্মসূচি। জাতি স্বতঃস্ফূর্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হচ্ছে না।
পড়েছেনঃ ১৪












