
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ফলিয়াপাড়া এলাকায় নিখোঁজ হওয়া শিশু মোহাম্মদ নুরশেদ (১৪) অপহরণে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব–১৫ তবে এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব–১৫ সূত্র জানায়, শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নম্বর অনুসন্ধান করে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটকরা সবাই কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মহুরি পাড়ার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইয়াছিন (২০), পিতা রবিউল্লাহ; মো. সোহেল রানা (১৯), পিতা মো. মুক্তার আহমেদ; মো. সেলিম (১৯), পিতা মৃত মো. শফি। তারা তিনজনই ঝিলিংজা ইউনিয়নের দক্ষিণ মহুরি পাড়ার বাসিন্দা।
এর আগে গত ১২ নভেম্বর সকাল ৬টার দিকে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকা থেকে উখিয়া ইমপেরিয়াল বাস কাউন্টারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় নুরশেদ। নিখোঁজের পর তার পিতা নুর মোহাম্মদ ১৪ নভেম্বর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৭৫৫, ট্র্যাকিং নং CEP9EL) করেন। জিডির ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে শনিবার (১৬ নভেম্বর) নুর মোহাম্মদ বাদী হয়ে উখিয়া থানায় অপহরণ মামলা (মামলা নং–৪০) দায়ের করেন এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়।
নিখোঁজ শিশু নুরশেদ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়াপাড়ার নুর মোহাম্মদ ওরফে শেখরের ছেলে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, অপহরণ মামলায় র্যাব-১৫ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। আমরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শিশুকে উদ্ধারে থানা পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই নিখোঁজ নুরশেদের সন্ধান পাওয়া যাবে।
নিখোঁজের বাবা নুর মোহাম্মদ শেখর বলেন, ‘আমার ছেলেটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি আকুল অনুরোধ করছি। আসামিরা ধরা পড়েছে, কিন্তু নুরশেদ কোথায় আছে- এখনো জানি না। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য দুশ্চিন্তার।’
নুরশেদের এক নিকট আত্মীয় আরও বলেন, শিশুটি জীবিত আছে কি না-এ চিন্তা আমাদের খেয়ে ফেলছে। আমরা চাই, যেভাবেই হোক তাকে নিরাপদে উদ্ধার করা হোক।














