আজ : সোমবার ║ ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জামায়াতকে ক্ষমতায় নিতে জনগণ সুযোগ খুঁজছে — অধ্যক্ষ হেলালী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “ইউসুফ (আ.)-কে যেমন আল্লাহ অন্ধকার কারাগার থেকে তুলে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করেছিলেন, তেমনি আলীগ যাদের বিরুদ্ধে হত্যা পর্যন্ত জায়েজ করেছে— আল্লাহ আজ তাদের ডাকসু, রাকসু, চাকসুতে বিজয় দান করেছেন। আগামী নির্বাচনেও জনগণ জামায়াতকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সুযোগ খুঁজছে।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার কোনো উপকরণ মনে করি না। রাজনীতি মানুষের কল্যাণ, সত্য প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। জনগণের ভোট ও বিশ্বাস একটি পবিত্র আমানত, আর সেই আমানত রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।”

১৬ নভেম্বর জঙ্গীশাহ এলাকার বাদুরতলা সাংগঠনিক ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, “অধ্যক্ষ হেলালী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা। তার নেতৃত্বে জনগণ সত্য ও পরিবর্তনের পথে অগ্রসর হবে ইনশাআল্লাহ।”

এছাড়া বক্তব্য রাখেন নগর আইনজীবী শাখার আমীর অ্যাডভোকেট আরিফুর রহমান। স্থানীয় ওয়ার্ড সভাপতি কামাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শহিদুল্লাহ তালুকদার, মোহাম্মদ ফেরদৌস, মোজাম্মেল হক, শাহজাহান ও ইউছুব মিয়া।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে জনগণ এখন পরিবর্তনের জন্য আগ্রহী এবং ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের প্রতি মানুষের প্রত্যাশা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ