
দেশচিন্তা ডেস্ক: ‘বজরঙ্গি ভাইজান’-এর শিশুশিল্পী মুন্নির কথা নিশ্চয়ই মনে আছে? সেই চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের হৃদয় জিতেছিলেন, সেই হারশালি মালহোত্রা প্রায় এক দশক পর নতুন রূপে ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তিনি আত্মবিশ্বাস নিয়ে অভিনয়জীবনের পরের অধ্যায়ে পা রাখছেন।
২০১৫ সালে সালমান খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে বোবা পাকিস্তানি শিশুর চরিত্রে অসাধারণ অভিনয় করে খ্যাতি পান হারশালি। তার চোখের অভিব্যক্তি ও নিষ্পাপ উপস্থিতি তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে। বহু বছর পর এবার তিনি দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ফের বড় পর্দায় আসছেন। বোয়াপতি শ্রীনুর পরিচালনায় এবং নন্দমুরি বলাকৃষ্ণ অভিনীত ‘অখণ্ড ২: থান্ডবম’ ছবিতে দেখা যাবে তাকে। তেলুগু ইন্ডাস্ট্রিতে এটিই তার প্রথম কাজ।
বছরের শুরুতে ইনস্টাগ্রামে নিজের চরিত্র ‘জাননি’র পরিচয় দিয়ে হারশালি আবেগঘন এক বার্তায় জানান, ‘মুন্নি শুধু একটি চরিত্র নয়; এটি ছিল একটি অনুভূতি। এত বছর আপনাদের ভালোবাসা হৃদয়ে ধরে রেখেছি। আপনাদের মনে যখন মুন্নি ছিল, তখন আমি প্রস্তুত হচ্ছিলাম—শেখা, বেড়ে ওঠা এবং নতুনভাবে ফিরে আসার জন্য।’ তার এই বার্তায় বোঝা যায়, এবার তিনি শিশুশিল্পী নন, বরং নতুন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে প্রস্তুত।
সম্প্রতি মুম্বাইতে ছবির প্রথম গান ‘দ্য থান্ডবম’ উদ্বোধন অনুষ্ঠানে বলাকৃষ্ণের পাশে দাঁড়ানো হারশালির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার পরিবর্তিত উপস্থিতি দেখে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘ওকে আল্লাহ হেফাজতে রাখুন… কী সুন্দর হয়েছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘মুন্নির শুধু উচ্চতা বেড়েছে, মুখ এখনো আগের মতোই।’
একসময়ের নীরব মুন্নি আজ নতুন চরিত্র নিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন। শিশু শিল্পী হিসেবে শুরু করা তার যাত্রা আবার নতুনভাবে শুরু হচ্ছে, আর ভক্তদের চোখ এখন তার দিকেই।


















