আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩রা রজব, ১৪৪৭ হিজরি

এমবাপ্পে জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের

দেশচিন্তা ডেস্ক: চলতি মৌসুম দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে লস ব্লাঙ্কোরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৪-০ গোলের বড় জয় পেয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। এই জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো তারা।

শনিবার (১ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় রিয়াল। প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পায়। সেখান থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

ম্যাচের ৩১ মিনিটে আবারও গোলের দেখা পান এই ফরাসি তারকা। আর্দা গুলারের ক্রসে বল পেয়ে ভলিতে গোলটি করেন এমবাপ্পে। চলতি মৌসুমে ১১ ম্যাচে মোট ১৩ গোল করলেন তিনি।

বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান আরও বাড়ালেন জুড বেলিংহাম। ফেদরিকো ভালভার্দের পাস ধরে এই ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে জোরালো শটে বল জালে জড়ান। আর ম্যাচের ৮২ মিনিটে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন কারেরাস।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর শিষ্যরা। এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দুইয়ে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ