আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটিয়ায় বাসাস সভাপতি জালাল উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

পটিয়ায় বাসাস সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমদের ৯ম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার পটিয়ায় ব্যাপক অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পালিত হয়। এতে তার কবরে মিলাদ, দোয়া মাহফিল ও পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটিয়া প্রেস ক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি পটিয়া ইউনিট, খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্স সহ বিভিন্ন সংগঠন।
পটিয়া প্রেস ক্লাব ও বাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া প্রেস ক্লাব তার কবরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে সভাপতি এসএমএকে জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহবায়ক সাবেক কমিশনার সাখাওয়াত হোসেন সানু, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা, সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক এসএম রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব কর্মকর্তা সাজ্জাদ কবির আরজু, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাও: মোজাফ্ফর আহমদ। এসময় বক্তারা মফস্বল সাংবাদিকতায় সাংবাদিক জালাল উদ্দিন আহমদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ