
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁওয়ে থানার পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক অস্ত্র মামলার আসামি মনিরুল হক (৫০)-কে গ্রেফতার করে। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা ছমুদা বড়বাড়ির মৃত আবদুল জলিলের পুত্র।
অভিযানকালে পুলিশ তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, “অভিযানে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”
















