আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈদগাঁওয়ে একনলা বন্দুকসহ এক অস্ত্রধারী গ্রেফতার

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁওয়ে থানার পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক অস্ত্র মামলার আসামি মনিরুল হক (৫০)-কে গ্রেফতার করে। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা ছমুদা বড়বাড়ির মৃত আবদুল জলিলের পুত্র।

অভিযানকালে পুলিশ তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, “অভিযানে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ