আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ থেকে বাড়ল মেট্রো রেল চলাচলের সময়

দেশচিন্তা ডেস্ক: ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলাতে ঢাকা মেট্রো রেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, সকাল ও রাতে ট্রেন চলাচলের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

নতুন সময় অনুযায়ী, উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে।

রাতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
শুক্রবারের জন্যেও সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শুক্রবারে মেট্রো রেল চালু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যা আগে শুরু হতো বেলা ৩টায়।

নতুন সূচির প্রথম দিন সকালে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে দেখা যায়।

যাত্রীরা এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন।
বর্তমানে প্রতিদিন ৪ লাখেরও বেশি যাত্রী উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াত করছেন। যাত্রীরা ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ