আজ : শনিবার ║ ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাইযোদ্ধা নামে সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী

দেশচিন্তা ডেস্ক: জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সালাহউদ্দিন আহমদসহ সংগঠনটির নেতাকর্মীরা।

বিএনপির এই নেতা বলেন, ‘জুলাইযোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গে কথা বলেছিল। ঐকমত্য কমিশনের সঙ্গেও কথা বলেছে। তাদের একটা যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণের জন্য আমিও কথা বলেছিলাম। সেটা ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সঠিকভাবে অ্যাডড্রেস করেছেন। প্রেসেও বলেছেন যে সেটা সংশোধন করেছেন। এরপর তাদের অসন্তোষ থাকার কথা নয়।

‘যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি সেটা তদন্তাধীন আছে। দেখা গেছে জুলাই যোদ্ধাদের নামে ছাত্র নামধারী কিছু সংখ্যক উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফোঁকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে সেটা গতকালও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাইযোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না।’

আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জুলাই সনদে এনসিপিসহ বাম জোটের স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি-দাওয়া আছে। সেটা সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করবে। একপর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন তো নয়। সেটা উন্মুক্ত আছে। ভিন্নমত থাকতেই পারে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত করতে বিএনপি রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায় মন্তব্য করেন তিনি বলেন, ‘জাতি মনে করে জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করার জন্য দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। ইতোমধ্যে সেটার চর্চা শুরু হয়েছে।

‘বর্তমান সময়ে সবচেয়ে যেট বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এটা অব্যাহত রাখা, যার যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র বির্নিমাণ হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ