আজ : শুক্রবার ║ ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে শতভাগ পাস করেছে ৮ কলেজের শিক্ষার্থীরা

দেশচিন্তা ডেস্ক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শতভাগ পাসের হারের গৌরব অর্জন করেছে ৮টি কলেজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত ফলে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলে জানা গেছে, চট্টগ্রাম নগরের হালিশহর থানার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৫৪, বায়েজিদ বোস্তামী থানার ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩১০, রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই থেকে ১৮৪, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮০, একই উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৯, বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৬২, চট্টগ্রাম বন্দর এলাকার নৌবাহিনী অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম থেকে ৩৪ এবং আনোয়ার উপজেলার কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় তাদের কেউই ফেল করেনি।

এছাড়া ঘোষিত ফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ৫টি কলেজ শূন্য পাসের রেকর্ড করেছে। এগুলো হলো- চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মেরন সান কলেজ, একই এলাকার মেরিট বাংলাদেশ কলেজ, পাহাড়তলী থানা এলাকার সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজ, পাঁচলাইশ থানার চট্টগ্রাম জিলা কলেজ এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া কমার্স কলেজ থেকে ৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউ পাস করেনি।

জানা গেছে, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস করেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। এই বোর্ডে পাসের হারের মতো জিপিএ-৫ নেমেছে প্রায় অর্ধেকে। গত বছর ১০ হাজার ২৬৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, এ বছর পেয়েছেন মাত্র ৬ হাজার ৯৭ জন।

প্রকাশিত ফলে দেখা গেছে, খাগড়াছড়ি জেলায় পাসের হার সর্বনিম্ন ৩৫ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামটি ও বান্দরবান জেলায় পাসের হার যথাক্রমে ৫৭ দশমিক ৯৩ শতাংশ, ৪৫ দশমিক ৩৯ শতাংশ, ৪১ দশমিক ১৪ শতাংশ ও ৩৬ দশমিক ৭৮ শতাংশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ