
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক ঘোষিত পাঁচ দফা দাবী আজ দেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি স্বীকৃতি প্রদান করতে হবে।ফ্যাসিস্ট এর বিচার নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাসী গ্রেফতার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার ব্যবস্থা করতে হবে। পাঁচ দফা দাবী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, ইনশাআল্লাহ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমদুল হাসান ও মাওলানা নুরুল হোসাইন সহ কর্মপরিষদ সদস্যগণ উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন।