
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বই প্রধান শর্ত। যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব ছাড়া জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়। জনগণের কল্যাণে নিবেদিত হয়ে যারা কাজ করবেন, তারাই প্রকৃত অর্থে দেশের নেতৃত্ব দিতে পারবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে।
অক্টোবর (বুধবার) চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যােগে কাপাসগোলা এলাকাবাসীর অংশগ্রহণে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ করা, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত পরিবেশ সৃষ্টি করাই সময়ের দাবি। আগামী পাঁচ বছর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশকে দুর্নীতিমুক্ত রাখা যায়, তবে বাংলাদেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে। তাই উন্নয়নের শীর্ষে যেতে হলে সৎ, নির্লোভ ও নীতিবান ব্যাক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে।
তিনি আরও বলেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নির্বাচিত হলে নগরবাসীর সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।
চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড আমীর শহীদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি এরশাদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসনের নির্বাচন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার।
প্রধান বক্তার বক্তব্যে ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, সৎ যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে বিজয়ের মাধ্যমেই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। জনগণ পরিবর্তন চায়, শান্তি ও স্থিতিশীলতা চায়।
তিনি বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। ডা. এ কে এম ফজলুল হক একজন আদর্শ প্রার্থী, যিনি এই এলাকার মানুষকে প্রতিনিধিত্ব করতে পারেন দৃঢ়তার সাথে।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন চকবাজার থানা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ এবং মাওলানা খালেদ জামাল স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গর মধ্যে বক্তব্য রাখেন, মুহাম্মদ রঞ্জু মিয়া,
শাহ নেওয়াজ, মুহাম্মদ মামুন, মুহাম্মদ ওমর,
মুহাম্মদ ফোরকান,
সাইফুল ইসলাম,
এফ এ হেলাল, শাহাদাত হোসেন, মুহাম্মদ বেলাল প্রমুখ।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলে