আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফিনল্যান্ডের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

দেশচিন্তা ডেস্ক: ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের কাছে পরিচয়পত্র পেশ করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।

শুক্রবার (৩ অক্টোবর) ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। স্টকহোমের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ৩ অক্টোবর বাংলাদেশসহ পাঁচটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের কাছে পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশসহ পরিচয়পত্র পেশ করতে আসা অনাবাসিক রাষ্ট্রদূতদের স্বাগত জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রদূতদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, যেখানে তিনি ফিনল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ওয়াহিদা আহমেদের পরিচয়পত্র গ্রহণ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ফিনল্যান্ডের রাষ্ট্রপতি এবং জনগণের কাছে পৌঁছে দেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ভূমিকা ও পদক্ষেপ এবং আসন্ন নির্বাচন সম্পর্কেও অবহিত করেন, যার প্রতি তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতের সফল মেয়াদ কামনা করেন এবং আশা করেন যে, তাঁর সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে।

প্রসঙ্গত, সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ফিনল্যান্ডের দেখভাল করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ