আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাউছিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বার্ষিক কাউন্সিল’ ২৫ সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: গাউছিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বার্ষিক কাউন্সিল (২০২৫-২৬ সেশন) গতকাল বাদে আসর চট্টগ্রাম বিবিরহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তশরিফ এনেছেন গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ফটিকছড়ি তেলপারই সৈয়্যদ বাড়ী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন মুর্শিদে বরহক্ব, পীরে ত্বরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান, তেলপারই সৈয়্যদ বাড়ী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তাউসিফ-উল হুদা (রাকিব) (মু.জি.আ.)। উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাস্টার ফারুক কে সভাপতি, নুরুল আবসার, ফজলুল কাদের ও সেলিম উদ্দীন কে সহ-সভাপতি, জহিরুল ইসলাম (বাবর) কে সাধারণ সম্পাদক, আবুল মনসুর সিকদার ও আবুল বশর কে সহ-সাধারণ সম্পাদক, কামাল হোসেন কে অর্থ সম্পাদক, সেলিম নূর কে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ হোসেন কে সহ-সাংগঠনিক সম্পাদক, শাহজালাল কে দপ্তর সম্পাদক, মাওলানা শাকিল রেজা কাদেরী কে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কামাল হোসেন, রাশেদ, নাজিম, জুম্মান রাহিম, মাওলানা ইয়াসিন, গিয়াস উদ্দীন, মুস্তাফিজ মুন্না, মামুন সহ অন্যান্য আরও ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। ধর্মীয়, ত্বরিকত, মাজহাব-মিল্লাত, দেশ ও রাষ্ট্রীয়ভাবে সকল আর্থসামাজিক ও মানবতার পক্ষে কাজ করবে বলে উক্ত প্যানেল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ