
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম পিইউসি_সিন্যাপস মর্যাদাপূর্ণ ‘বিইউপি সিএসই টেক কার্নিভাল হেকাথন ২০২৫’-এ ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতাটি আয়োজন করে বিইউপি কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব (বিইউপি কোপিসি)। সহযোগী প্রতিষ্ঠান ছিল ব্রেইন স্টেশন ২৩। ইভেন্টটি অনুষ্ঠিত হয় বিইউবিটি ক্যাম্পাসে। টিমের সদস্যরা হলেন হামেদ হাসান, তানভীর হোসাইন রবিন, ইফতেখার আলম ও আজমল হোসাইন। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করা ৮০টিরও বেশি দলের মধ্যে কঠিন তিনটি ধাপ পেরিয়ে মাত্র শীর্ষ ১০টি দল ফাইনালে জায়গা করে নেয়। সেখানে পিইউসি_সিন্যাপস প্রতিদ্বন্দ্বিতা করে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি প্রভৃতির দলের সাথে। হ্যাকাথনটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়: প্রবলেম সলভিং- অ্যালগরিদমিক ও লজিকভিত্তিক সমস্যা সমাধান; সিস্টেম ডিজাইন কনসেপ্ট-দক্ষ ও কার্যকর সিস্টেম ডিজাইন; মেশিন লার্নিং ও জেনারেটিভ এআই ইন্টেগ্রেশন-মেশিন লার্নিং মডেল ও জেনারেটিভ এআই সমন্বিত বাস্তবমুখী সফটওয়্যার তৈরি ও অপ্টিমাইজেশন। নিষ্ঠা, দলগত প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে টিম পিইউসি_সিন্যাপস জাতীয় পর্যায়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যোগ্যতা ও সামর্থ্যকে উজ্জ্বলভাবে তুলে ধরেছে।
ফাইনাল পর্ব শেষে টিমের সদস্যরা প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির-এর সাথে সাক্ষাৎ করেন। উপাচার্য টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম বাড়াচ্ছে। তাদের এই অর্জন প্রমাণ করে যে, আমাদের শিক্ষার্থীরা মেধা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতায় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সমকক্ষ। আমি আশা করি, তারা ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে আরও বড় অর্জন বয়ে আনবে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব মোহাম্মদ ইফতেখার মনির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুহাম্মদ হাসান, কম্পিউটার ক্লাবের কম্পিটিটিভ প্রোগ্রামিং উইংয়ের মেন্টর প্রভাষক মোঃ হাসান, ডিপ লার্নিং উইংয়ের মেন্টর প্রভাষক মোঃ তামিম হোসেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট উইংয়ের মেন্টর প্রভাষক আসিফ মুহাম্মদ সাদ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সভাপতি রাইয়ানুল কাদের চৌধুরী।