
দেশচিন্তা ডেস্ক: ফিলিপাইনে মধ্যাঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। ধসে পড়া ভবনগুলোর নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার ঠিক আগে সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এতে শতাধিক বছরের পুরনো একটি গির্জাসহ বহু ভবন ধসে পড়ে এবং পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভূমিকম্পের পর সেবুর উত্তরাঞ্চল, বিশেষ করে সান রেমিজিও অঞ্চলকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধারকার্য চালাতে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির আবেদন জানানো হয়েছে। আহতদের অনেকেই হাসপাতালে ভর্তি থাকলেও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে, এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সরাসরি ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে থাকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পরবর্তী কয়েক দিন উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও ত্রাণ পাঠানো হবে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে আফটারশক অব্যাহত থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।