আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে দুর্গাপূজা ঘিরে ২৫ পয়েন্টে র‌্যাবের বিশেষ নজরদারি

দেশচিন্তা ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৭। নগরের বিভিন্ন পূজামণ্ডপে বিশেষ চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিং ও সাদা পোশাকের টিমের নজরদারি চালানো হচ্ছে।

র‌্যাব জানায়, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া দুর্গোৎসব বিজয়া দশমীর দিন, ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এই সময়ে চট্টগ্রাম নগরীর পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ২৫টি পয়েন্টে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব-৭ বলছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নগরীর পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শনকালে কর্নেল হাফিজুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

পরিদর্শনকালে জে এম সেন হল, দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের ভৈরব বাড়ি প্রাঙ্গণ ও মহাজন ঘাটসহ অন্যান্য মণ্ডপে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম কমিটির সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হলে তা শনাক্ত ও দ্রুত প্রতিরোধ করার জন্য বিশেষ টিম দায়িত্বে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণ একত্রিতভাবে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কাজ করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ