আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় গ্যাস গুদাম বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার চরতী এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে এখন পর্যন্ত মোট পাঁচজন প্রাণ হারালেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হারেছ প্রকাশ হারুন (৩০)।

তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিমের প্রধান মাওলানা মো. সোলাইমান ফারুকী।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সকালে চন্দনাইশ-সাতকানিয়ার সীমান্তবর্তী চরতী সর্বিরচর এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ভয়াবহ আগুনে গুদামে থাকা ১০ শ্রমিক দগ্ধ হন।

প্রথমে স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত গুদাম মালিকসহ পাঁচজন মারা গেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ