আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৮০টি ইলিশ বিক্রি হলো দুই লাখ ১৩ হাজার টাকায়

দেশচিন্তা ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৮০টি বড় আকারের ইলিশ দুই লাখ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো কেনা হয়। আড়তদাররা জানান, প্রতিটি ইলিশের ওজন এক কেজির বেশি এবং কিছু মাছের ওজন দুই কেজিরও বেশি ছিল।

প্রায় পাঁচ দিন সাগরে মাছ ধরার পর ১৭ জন জেলেকে নিয়ে হাতিয়ার জেলে মো. শাহেদ মাঝি এই ইলিশগুলো নিয়ে আসেন। তিনি চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে মাছগুলো নিলামে তোলেন। সেখানে ব্যবসায়ী নাহিদ ব্যাপারী ইলিশগুলো ২ লাখ ১৩ হাজার টাকায় কিনে নেন।

মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তের ম্যানেজার মো. ইরাক উদ্দিন বলেন, এই ধরনের মাছকে সেরা সাইজের ইলিশ বলা হয়। তাই ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে এগুলো কেনেন। আড়তের মালিক মো. আকবর হোসেন জানান, আগে প্রায়ই বড় ইলিশ ঘাটে আসত, এখন তেমন দেখা যায় না।

তিনি বলেন, মাছের মান ভালো হলে এবং আকার বড় হলে দাম বেশি হওয়া স্বাভাবিক। জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরেন, তাই তারা ভালো দাম পেলে খুশি হন।

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, চেয়ারম্যান ঘাটে প্রায়ই বড় আকারের মাছ ধরা পড়ে এবং এগুলোর দামও ভালো পাওয়া যায়। সরকারের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়িত হওয়ায় নদী ও সাগরে বড় মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে। সামনে জেলেরা আরও বেশি পরিমাণে বড় ইলিশ ধরতে পারবেন, যা তাদের জীবনযাত্রায় স্বস্তি আনবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ