আজ : শনিবার ║ ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ফজর আলী গ্রেফতার

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার রশিক নগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল রশিক নগরে ট্রাক্টর কেনা-বেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেন ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রিং টিউবওয়েলের কুয়োয় ফেলে রাখা হয়। সেদিনই পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর ফজর আলীকে গ্রেফতার করা হলেও তিনি জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে আদালত মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ