আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে পাহাড় থেকে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী বাজারের পার্শ্ববর্তী একটি পাহাড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটক ছয়জন হলেন- মং চালু (৩৬), মনুচিং মারমা (৪০), লুকু-ম, (৩৬) লুসাই মারমা (৩০), চাইসাও (৪০) এবং চাচিংপু মারমা (৩৮)। তাদের বাড়ি বান্দরবান পার্বত্য জেলায়।

চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চন্দনাইশ উপজেলার উত্তরপূর্ব অংশের পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের তথ্য পেয়ে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে।

খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি শ্যুটার গান ও ৩০ রাউন্ড অ্যামোনিশন এবং ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে। আটক ছয়জনকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, পাহাড়ি পথে পার্বত্য জেলা বান্দরবান থেকে সন্ত্রাসীরা নিয়মিত চন্দনাইশে আসে। পাহাড়ে চাষাবাদ, বাগানে কাজ করতে যাওয়া স্থানীয় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর, চাঁদা আদায়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করে।

সোমবার (২২ সেপ্টেম্বর) আবারও একদল সন্ত্রাসী বান্দরবান থেকে এসে চন্দনাইশে পাহাড়ে অবস্থান নেওয়ার তথ্য পেয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। এরপর খবর দেওয়া হলে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক কওে সেনাবাহিনী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ