
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, চলমান গণসংযোগে বাড়ি বাড়ি গিয়ে সকল ভোটারের কাছে পৌঁছাতে হবে। ভোটারদের মাঝে ক্যাম্পেইন করে জামায়াতের দাবীগুলোর ব্যাপারে সচেতন করতে হবে। সাতকানিয়া- লোহাগাড়ার গণমানুষের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে আগামী নির্বাচন নিয়ে তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে। প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ করেই যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুনরূপে ফিরে আসবে।
আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম-১৫ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন কমিটির পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, উক্ত আসনের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মজলুম জননেতা আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ফয়সাল মুহাম্মদ ইউনুছ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম. লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, লোহাগাড়া উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। কোন দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। আমাদের আন্দোলনের সাথে জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে। তৃণমূল পর্যায়ে চলমান গণসংযোগে মানুষ ৫ দফার প্রতি যথেষ্ট সমর্থন দিচ্ছে। তাই এবিষয়ে সরকারকে আরও দায়িত্ববান হওয়ার আহবান জানাচ্ছি।
সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, সব দলের ঐক্যমতের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জনগণ নতুন স্বৈরাচারের পদভারে পিষ্ট হবে। কোন এক দলকে খুশি রাখতে গিয়ে জনগণের কথা ভুলে গেলে চলবে। অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন করুন। দেশের জনগণ ও জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাফর সাদেক বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মসূচী নির্ধারণ করতে হবে। নির্বাচন পর্যন্ত কঠোর পরিশ্রম করলে আল্লাহ আমাদের বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জামায়াতের পাঁচ দফা দাবী আদায়ে আমাদের সোচ্চার হতে হবে। গ্রামে গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এ দাবি আদায়ের জন্য গণসংযোগ অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না করে নির্বাচন দিলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা হবে।