আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চবি রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ এবং সেলফ-ডিফেন্স কোর্স উদ্বোধন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আয়োজিত “সবুজ, স্বাস্থ্য, সুরক্ষা: বৃক্ষরোপণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ এবং সেলফ-ডিফেন্স” শীর্ষক কোর্স রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রোভার ডেনে উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। উপাচার্য একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় প্রায় ১৫০টি চারা রোপণ করা হয় এবং প্রতিটি রোভার সদস্য একটি করে চারা রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেয়। এরপর উপাচার্যের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ জানার পাশাপাশি একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজে তথ্য সংরক্ষণের সুযোগ পাবে। অনুষ্ঠানে সেলফ-ডিফেন্স ও কারাতে কোর্সের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে নারী রোভাররা আত্মরক্ষা ব্যাজ অর্জনের সুযোগ পাবে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং একটি নিরাপদ ক্যাম্পাস গঠনে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, রোভার স্কাউট গ্রুপের এই বহুমুখী কার্যক্রম শুধুমাত্র স্কাউটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশ ও সমাজের কল্যাণে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএসএল ও চবি রোভার গ্রুপ কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, আরএসএল ও নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ, বাংলাদেশ স্কাউটস এর সহ-সভাপতি চট্টগ্রাম জেলা রোভার স্কাউটার মো. রুহুল আমিন খাঁন এলটি এবং চট্টগ্রাম রোভার অঞ্চলের ডিআরসি এস. এম. হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন গ্রুপ কমিটির কোষাধ্যক্ষ ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এস. এম. নঈম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্পাদক মো. হাবিবুর রহমান জালাল (উডব্যাজার)।

পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিনটি ভিন্ন কর্মসূচির উদ্যােগ গ্রহণ করা হয়। চবি রোভার গ্রুপের সিনিয়র রোভারমেট শরীফ উদ্দিন ইভান বলেন, আমরা চাই প্রতিটি রোভার সৃজনশীলতা ও নির্মল চেতনার মাধ্যমে নিজেদের উন্নতির পাশাপাশি দেশ ও সমাজে ইতিবাচক অবদান রাখুক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ