
দেশচিন্তা ডেস্ক: জুলাই গণঅভুত্থানকেন্দ্রীক রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনকে।
মিরপুর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
অন্য আসামিরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা। এদিন
এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলামের আবেদনের ওপর আসামিদের গ্রেফতার দেখানো শুনানি হয়। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানি করেন।
জুলাই গণঅভুত্থানের সময় গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এ আন্দোলনে অংশ নেন মাহফুজুর রহমান। এদিন বিকেলে আসামিদের ছোঁড়া গুলি মাহফুজুর রহমানের ডান কানের পাশে গুলি লেগে মাথার অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মৃত্যুবরণ করেন।