
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে নেতৃবৃন্দের সাথে শারদীয় দূর্গাপুজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলার নায়েবে আমীর ও চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: আবু নাছের।
প্রধান অতিথি বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় বোয়ালখালী সহ চট্টগ্রামের প্রতিটি উপজেলায় হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পালনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। কোন দুষ্কৃতিকারীকে এ সম্প্রীতির বন্ধনে আঘাত করার সুযোগ দেয়া যাবে না।
উপজেলা জামায়াতের আমীর ডা: খোরশেদ আলমের সভাপতিত্বে সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বায়তুলমাল সম্পাদক আব্দুল মান্নান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি প্রকৌশলী আব্দুর রহমান, সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম খসরু, আবুল মনসুর, প্রচার সম্পাদক সাইদুল আলম, ইসমাইল চৌধুরী রকি সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পূজা উদযাপন কমিটির পক্ষ হতে বক্তব্য রাখেন বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক অধীর দে, বাবু শ্যামল বিশ্বাস, সঞ্জয় দাশ, ত্রীদিপ চৌধুরী, লিটন চৌধুরী, প্রদীপ শিকদার, রানু মজুমদার।