আজ : শনিবার ║ ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রামুর বাঁকখালীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন সুরের ক্লাব

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে ঝাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রম্যভূমি রামুর ঐতিহ্যবাহী জনপ্রিয় নৌকাবাইচ খেলা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুরের ক্লাব নৌকাবাইচ দল। রানার্সআপ হয় কৃষক ক্লাব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে বাঁকখালী নদীতে আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় ৮টি নৌ দল।

খেলার ঘোষক ‘জাজেস-রেডি-গো’ বলার সঙ্গে সঙ্গে নৌকা বাইচ খেলা শুরু হয়। এসময় খেলা উপভোগ করতে বাকঁখালীর দুই তীরে উৎসুক জনতার ভিড় জমে।

আয়োজকদের মধ্যে জালাল উদ্দিন রনি জানান, সাহিত্য, সংস্কৃতির আতুড়ঘর রামুর গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ। নৌকা বাইচ সব পেশার মানুষের প্রাণের খেলা। শতবছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, জেলা যুবদল নেতা মির্জা আবছার, বিএনপি নেতা শফি সহ অনেকে।

প্রতিযোগিতা শেষে অতিথিরা রানার্স আপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় সেরা মাঝির ক্রেস্ট পেয়েছেন আব্দুল রহিম বাবুলো ও সেরা বেত টানার পুরুষ্কার পেয়েছে মো: সুমন।

এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো অফিসেরচর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছিলো অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌদল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ