আজ : বৃহস্পতিবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছালো খুবি শিক্ষার্থীর মরদেহ

দেশচিন্তা ডেস্ক:রাঙ্গামাটির সাজেক ভ্রমনে যাওয়ার পথে জীপ গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির (২৩) মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাড থেকে বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (এস২-এজিও) মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে বিকেল ৩টায় হেলিকপ্টারটি খাগড়াছড়ি সেনানিবাসে অবতরণ করে। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায় এবং খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেডের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

নিহত রুবিনা আফসানা রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিএসসি (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক ও শিক্ষার্থী সাজেক ভ্রমণের উদ্দেশ্যে আসেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ৪টি জীপ গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করলে শিজকছড়া এলাকায় একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রুবিনা রিংকির মৃত্যু হয়। সেনাবাহিনী ওই এলাকার স্থানীয়দের সঙ্গে নিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। পরে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ