আজ : বৃহস্পতিবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে বিজয়ী করতে ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: মাওলানা মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ছাত্রশিবির এদেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের ভূমিকা ঐতিহাসিক। দেশের যে কোন গুরুত্বপূর্ণ ইস্যুতে গণতন্ত্র এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রশিবির এদেশের মানুষের মুক্তির জন্য ত্যাগের ইতিহাস রচনা করেছে। আগামী সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির বিজয়ের জন্য ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সংসদীয় আসন চট্টগ্রাম-১৬ বাঁশখালীর উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম শহরে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের সাথী ও সদস্যদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে উপরোক্ত কথা বলেন।

বাঁশখালী আসন কমিটির পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ছাত্রনেতা তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সেক্রেটারি ছাত্রনেতা মাইমুনুল ইসলাম মামুন, বাঁশখালী জামায়াতের আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, ছাত্রশিবির চট্রগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ছাত্রনেতা আব্দুর রহিম।

আসন কমিটির সদস্য সচিব ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আবু নাছের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, বাঁশখালী জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মুহাম্মদ মোখতার হোসাইন সিকদার, বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। বক্তব্য রাখেন পশ্চিম জেলা শিবিরের ছাত্রনেতা ফরমানুর রহমান জাহিন, মোস্তাক আহমদ, তাওহীদুল ইসলাম, মিনহাজ উদ্দিন, মুহাম্মদ বোরহান উদ্দীন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ