আজ : বৃহস্পতিবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ বন বিভাগ উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে হাতির মৃত্যুর মূল রহস্য জানা যাবে।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতায় দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় বন্য হাতিটিকে দেখতে পায় স্থানীয়রা।

এ ব্যাপারে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি জানান, ‘ভিলেজারের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটিকে উদ্ধার করে। দোছড়ি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব এলাকায় হাতিটি মৃত অবস্থায় ছিল। এ সময় হাতির মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল। দুপুর ২টার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করেন। এরপর আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

দোছড়ি বিট কর্মকর্তা রনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে হাতির মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ